Published : 28 May 2025, 02:38 PM
সরকারি চাকরি আইন সংশোধনের অধ্যাদেশ বাতিলের যে দাবি সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা তুলেছেন, তা মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে তুলে ধরেছেন দায়িত্বপ্রাপ্ত সচিবরা।
জাপান সফর শেষে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
বুধবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ তথ্য জানান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ।
তিনি বলেন, “মন্ত্রিপরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে। স্যারের (মন্ত্রিপরিষদ সচিব) পক্ষে তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। প্রধান উপদেষ্টা মহোদয় এলে এটা উপস্থাপন করবেন। ৩১ মে উনার ফেরার কথা। বিষয়টা এখন উনার উপরে নির্ভর করছে।”
আন্দোলনরত কর্মচারীরা ‘অবাধ্য নন’ মন্তব্য করে তিনি বলেন, “(অধ্যাদেশ) বাতিল হতে সময় লাগে। আমি বিশ্বাস করি উনারা বুঝবেন, (কর্মসূচি) স্থগিত করবেন।”
উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাবে সায় দেয়।
এর প্রতিবাদে শনিবার সকাল থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের আনুষ্ঠানিকতা শেষে রোববার রাতে অধ্যাদেশ জারি করা হয়।
সেখানে পুরোনো আইনের সঙ্গে ’৩৭ক’ নামের আরেকটি ধারা সংযোজন করা হয়।
নতুন ধারায় একজন কর্মকর্তা ও কর্মচারীকে দুই দফায় সাত দিন করে নোটিসের পর দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা রাখার বিধান রাখা হয়েছে।
এ পরিস্থিতিতে সোম ও মঙ্গলবারও দিনভর আন্দোলন চলে। অধ্যাদেশ সংশোধন নয়, পুরোপুরি বাতিলের দাবি তোলেন আন্দোলনকারীরা।
লাগাতার আন্দোলনের মধ্যে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়।
পরে ভূমি সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পরিসংখ্যান সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন।
মঙ্গলবার বৈঠকে সিদ্ধান্ত হয়, সকল সচিব মিলে বুধবার সকাল ১০টায় মন্ত্রিপরিষদ সচিবকে বিষয়টি অবহিত করবেন। এরপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সেটি জানানো হবে।
সচিবদের সঙ্গে বৈঠকে আশ্বাস পেয়ে বুধবারের জন্য আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত জানান সরকারি কর্মচারীরা।
পুরনো খবর...
সচিবালয়ের বাইরে কড়া নিরাপত্তা, ভেতরে কর্মচারীদের বিক্ষোভ
সরকারি কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত
সচিবালয়ের কর্মচারীরা বললেন, অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবেই