Published : 21 May 2025, 10:39 PM
মিরপুর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দখলে থাকা ১০০ একর জমি উদ্ধারের তথ্য দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।
বুধবার দিনভর অভিযান চালানোর তথ্য তুলে ধরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিরপুরের গোড়ান-চটবাড়ির নিচু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সকালে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে এ উদ্ধার অভিযান শুরু হয়। এতে অংশ নেয় পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও সেনাবাহিনী।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণ করা জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা সরাতে এ উচ্ছেদ অভিযানে পঞ্চবটি থেকে গোড়ান-চটবাড়ি পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা অপসারণ করা হয়েছে।
এ সময় মাইশা কনস্ট্রাকশন লিমিটেড, করিম রেডিমিক্স, এবিসি রেডিমিক্স, শেল, সাদী ফিলিং, জ্যাক বাংলাদেশ, পাথ বিল্ডার্স, আমিন মোহাম্মদ গ্রুপ, ঢাকা বোট ক্লাব, তুরাগ রিক্রিয়েশন সেন্টার, এনডিই রেডিমিক্স প্লান্ট-২ সহ বিরুলিয়া এলাকার অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
যোগাযোগ করা হলে ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে বোট ক্লাবের আশেপাশে অনেকগুলো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে বোট ক্লাবের যেহেতু নিজস্ব জায়গা তাই বেশি ভাঙা পড়ে নাই। আমদের একটি ‘অ্যাংকর স্ট্যাচু’ ভাঙা পড়েছে।”