Published : 06 Jun 2025, 07:02 PM
ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে তার এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচার করা হচ্ছে।
ভাষণে ঈদ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা।
বিশেষ করে মিয়ানমারের রাখাইনে ‘মানবিক করিডোর’, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়া এবং জাতীয় নির্বাচনের দাবি নিয়ে বিতর্কের মধ্যে ইউনূসের পদত্যাগের অভিপ্রায় ঘিরে মে মাসের দ্বিতীয়ার্ধে যে সঙ্কটের উদ্ভব হয়েছিল, তার রেশ রয়েছে সরকারপ্রধানের ভাষণে।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।
৮ অগাস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বঙ্গভবনে শপথ গ্রহণ করে। সেদিনেই জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন প্রধান উপদেষ্টা ইউনূস।
গত কয়েক মাসে সরকারের গঠিত সংস্কার কমিশনগুলো যেসব সুপারিশ দিয়েছে, তার ভিত্তিতে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে ঐকমত্য কমিশন। এই কমিশনেরও নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস।
তিনি বলে আসছেন, নির্বাচন কবে হবে তা নির্ভর করবে সংস্কার কতটা করা হবে তার ওপর। গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সেরে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। আর আরো কিছু সংস্কার করলে আগামী বছরের জুনের মধ্যে ভোট করা যাবে। তবে নির্বাচন জুনের পরে যাবে না, সেটাও তিনি বলেছেন।