Published : 08 May 2025, 09:08 PM
কক্সবাজারের টেকনাফ থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি জানান।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হারুন-অর-রশিদ বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার ভোরে টেকনাফের হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা।
তখন ওই এলাকায় সন্দেহজনক দুজনকে বস্তা কাঁধে হেঁটে যেতে দেখা যায়। কোস্ট গার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ওই ব্যক্তিরা বস্তা দুইটি পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে তল্লাশি চালিয়ে বস্তা দুইটিতে ৩ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায় দাবি করে কোস্ট গার্ডের ওই কর্মকর্তা বলেন, জব্দ ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর ও এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।