Published : 12 Jun 2025, 06:41 PM
ভারতের আহমেদাবাদে এয়ার ইনডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, “২৪২ জন আরোহী নিয়ে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
এই দুঃসময়ে আমরা শোকাহত পরিবারগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তাদের জন্য আমাদের প্রার্থনা ও সহানুভূতি রইল। ভারতের জনগণ ও সরকারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি এবং প্রয়োজনীয় যে কোনো সহায়তা দিতে আমরা প্রস্তুত।”
এয়ার ইনডিয়ার উড়োজাহাজটি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার পরপরই দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে ২৩২ জন যাত্রী এবং দশজন ক্রু ছিলেন।
যাত্রীদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক রয়েছে বলে জানিয়েছে এয়ার ইনডিয়া। বাকিরা সবাই ভারতীয় নাগরিক।
সোশাল মিডিয়ায় আসা একটি ভিডিওতে দেখা গেছে, এয়ার ইনডিয়ার উড়োজাহাজটি উচ্চতা বাড়াতে না পেরে খুব নিচ দিয়ে উড়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর সেটি ভূমিতে আছড়ে পড়ে। বিস্ফোরণের পর পরিণত হয় আগুনের গোলায়।
বিমানবন্দরের কাছে আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজ হোস্টেলের ওপর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। ওই হোস্টেলের অন্তত পাঁচ ছাত্রের মৃত্যুর খবর এসেছে ভারতীয় সংবাদমাধ্যমে।