Published : 23 Feb 2025, 11:12 PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন আবু নূর মো. শামসুজ্জামান।
অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
তাকে অধিদপ্তরের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “অধিদপ্তরের মহাপরিচালক পদটি বর্তমানে শূন্য আছে।
“সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করব বলে আশা করছি।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে সম্প্রতি অবসরে যান অতিরিক্ত সচিব মো. আব্দুল হাকিম।
অবসরোত্তর ছুটিতে যাওয়ায় গত ১২ ফেব্রুয়ারি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।