Published : 30 Aug 2022, 06:42 PM
ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় নিহত হয়েছেন এক কলেজছাত্রী।
বাইক আরোহী ওই তরুণী বাসের ধাক্কায় ছিটকে ওই বাসের নিচে পড়ে মারা যান বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাদিয়া আফরিন (২৩) মহাখালীর তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা কদমতলী থানা এলাকার দনিয়া এলাকায়।
যাত্রাবাড়ি থানার এসআই মোহসীন আলী জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সাদিয়া দুর্ঘটনায় পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
সাদিয়ার ভাইয়ের বিয়েবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুটি মোটরসাইকেলে করে চারজন যচ্ছিলেন। তার একটিতে ছিলেন সাদিয়া, সেটিই দুর্ঘটনায়।
এসআই মোহসীন বলেন, “একটি মোটর সাইকেলে সাদিয়ার ভাই-ভাবি, অন্যটিতে সাদিয়া তার বেয়াই নাজমুল হকের সাথে উঠেছিলেন।
“দুটি মোটরসাইকেল হানিফ ফ্লাইওভারে ওঠার পর পেছন থেকে কমল পরিবহন নামের একটি বাস নাজমুল হকের মোটরসাইকেলের পেছনে ধাক্কায় দেয়। এতে সাদিয়া ছিটকে বাসের নিচে পড়েন। এতে তার মাথা গুঁড়িয়ে যায়।”
মোটর সাইকেলটির চালক নাজমুলও আহত হন।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই মোহসীন।