Published : 15 Jun 2025, 06:38 PM
বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করাসহ চারটি দাবি জানিয়েছে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ নামে একটি সংগঠন।
ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রোববার বিকাল সাড়ে ৩টায় সংবাদ সম্মেলন দাবিদাওয়া তুলে ধরেন সংগঠনটির নেতারা।
তাদের দ্বিতীয় দাবি হল ৪৮তম বিশেষ বিসিএসের সময়সীমা বাড়িয়ে সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ থেকে ন্যূনতম ৩ মাস সময় দেওয়া।
তৃতীয়ত, ৪৮তম বিশেষ বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ইন্টার্ন চিকিৎসকদের ভাইভা বোর্ডে অস্থায়ী বিএমডিসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া এবং উত্তীর্ণদের চূড়ান্তভাবে চাকরিতে সুপারিশ করে পিএসসির অফিস আদেশ জারি করা। সেইসঙ্গে ইন্টার্নশিপের মেয়াদকে বিবেচনায় রেখে বিলম্বে যোগদানের সুযোগ রেখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ জারি করা।
চতুর্থ দাবি হল, সকল বিসিএসে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রকাশ করা।
সংবাদ সম্মেলনে ‘পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ’ এর মুখ্য সংগঠক মাহফুজুল হক চৌধুরী বলেন, “৪৬তম বিসিএসের আগ পর্যন্ত ডাক্তারদের বিসিএস পরীক্ষা দেওয়ার বয়স দুই বছর বেশি ছিল। কিন্তু ৪৭তম বিসিএসে প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সে কোটা বাদ দিতে গিয়ে আমাদের ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে।
“মানে বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য ওষুধ না খেয়ে পুরো মাথাটাই কেটে ফেলছেন। এটা তো কোনো সলিউশন হতে পারে না।”
৪৮তম বিসিএসে সময় বাড়ানোর দাবি তুলে ধরে তিনি বলেন, “যেকোনো বিসিএসের জন্য ন্যূনতম তিন মাস সময় দিয়ে একটা প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। কিন্তু ৪৮তম স্পেশাল বিসিএসের ক্ষেত্রে তারা মাত্র ৪০ দিন সময় দিয়েছে, যেটা একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে কোনোভাবেই কখনোই সম্ভব না। তাই এই সময়সীমা বৃদ্ধি করতে হবে এবং আমাদের বাকি দাবিগুলোও মেনে নিতে হবে।”