Published : 02 Jun 2024, 12:07 AM
ঢাকার ডেমরায় একটি স্টিল কারখানায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ডেমরায় বাঁশেরপুল জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান।
এ ঘটনায় ওই কারখানার শিফট ইনচার্জ তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম, ফিটার ম্যান সুজন, শফিকুল ইসলাম, মো. রনি, ইলেকট্রিশিয়ান দীপন দাস ও কাঞ্চন আহত হন।
চিকিৎসকের বরাতে পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “আহতদের মধ্যে কারও শরীরের কিছু অংশ ঝলসে গেছে। তবে সবাই শঙ্কামুক্ত।”
কারখানার সুপারভাইজার সাকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিলের মেশিনের একটি অংশ মেরামতের সময় মেশিনের সঙ্গে থাকা টুলবাক্স হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এই টুলবক্সে থাকা বিভিন্ন প্রকার যন্ত্রপাতি নাটবল্টু আশেপাশে ছড়িয়ে শ্রমিকদের শরীরের বিভিন্ন স্থানে লেগে রক্তাক্ত হয়, ঝলসেও যায়।”
‘টুলবক্স অতিরিক্ত গরম হয়ে’ এমনটি হতে পারে বলে ধারণা সাকিবের।