Published : 11 Oct 2024, 09:39 PM
জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মানুষের সংগঠন ‘নিহোন হিদাংকিয়ো’ ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শুক্রবার শান্তি পুরস্কারের নাম ঘোষণার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়।
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্রঋণ ধারণার মাধ্যমে দারিদ্র বিমোচনে অবদান রাখায় ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পান অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক।
অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় ‘নিহোন হিদাংকিয়ো’কে অভিনন্দন। পরমাণু নিরস্ত্রীকরণ ও শান্তি প্রতিষ্ঠায় নিহোন হিদাংকিয়োর অবিরাম প্রচেষ্টা আমাদের জন্য অনুপ্রেরণা।
“হিরোশিমা ও নাগাসাকির ভয়ঙ্কর অভিজ্ঞতা স্মরণীয় করে রাখতে এই প্রতিষ্ঠানের অব্যাহত প্রচেষ্টা নিরাপদ বিশ্ব গড়তে আমাদের আকাঙ্ক্ষায় গভীর অনুপ্রেরণা যোগাচ্ছে।”
নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৫তম নোবেল শান্তি পুরস্কারের জন্য এ সংগঠনের নাম ঘোষণা করে।
পুরস্কারের ঘোষণায় নোবেল কমিটি বলেছে, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে যে ভূমিকা নিহোন হিদাংকিয়ো রেখে চলেছে, তার স্বীকৃতিতেই শান্তির নোবেল দেওয়া হচ্ছে এ সংগঠনকে। প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য তুলে ধরে তারা দেখিয়েছে, এই পৃথিবীতে কেন আর কখনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা চলবে না।