Published : 21 May 2025, 11:45 PM
দুদেশের মধ্যে থাকা বিদ্যমান ব্যবস্থাপনার বাইরে সীমান্ত দিয়ে লোকজনকে ঠেলে দেওয়া বা ‘পুশ ইন’ বিষয়ে ভারতকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারত থেকে লোকজন বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনায় দিল্লিকে পাঠানো চিঠির বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, চিঠি দেওয়ার একদিনেই উত্তর চলে আসবে, সেটা প্রত্যাশা করব না। তারা তাদের অবস্থান কিছুটা জানিয়েছে এবং আমাদের অবস্থান তাদের কাছে ব্যাখ্যা করেছি যে, এভাবে দেওয়াটা যে ঠিক নয়, এটা আমাদের দিক থেকে বুঝাচ্ছি।”
এ সংক্রান্ত মানসম্পন্ন পরিচালনা ব্যবস্থা থাকার কথা বলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে, বলেন উপদেষ্টা।
তিনি বলেন, “তারা তাদের কিছু তালিকা দিয়েছে, আমরা সেই তালিকাগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই করছি।”
এ বিষয়ে আরেক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দিল্লির সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে কোনো কিছু না ঘটে।”
যেসব রোহিঙ্গাকে ঠেলে পাঠানো হয়েছে তাদের একইভাবে তাদের ভারতে ফেরত পাঠানো হবে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, “এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরাতো সাধারণত ঠেলে ফেরত পাঠাই না। তবে, বিষয়টা হল, যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে।”
ভারতের সঙ্গে হওয়া চুক্তিগুলো পর্যালোচনা করার কথা অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে বলেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পর্যালোচনা বা বাতিলের বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, “ছোটো ছোটো বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে, সমঝোতা স্মারক (এমওইউ) হয়েছে।
“চুক্তি যেগুলি থাকে, সেটা দুপক্ষের সম্মতিতে বাতিল করতে হবে। অথবা, যদি বিধান থাকে যে, কোনো পক্ষ যদি আপত্তি করে বাতিল করা যাবে, ইত্যাদি ইত্যাদি- সেগুলি এই মুহূর্তে আমরা বাতিল ঠিক কোনোটাই করিনি। আমরাতো আসলে চাই যে, নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়। দেখা যাক, আমরা কতটুকু কি করতে পারি।”
ভারত নিয়মের ব্যত্যয় ঘটাচ্ছে কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, “দেখুন, নিয়মকে ব্যাখ্যা করা যায় বিভিন্নভাবে, এটা আপনি ইতিবাচকভাবে ব্যাখ্যা করতে পারেন, নেতিবাচকভাবেও ব্যাখ্যা করতে পারেন কখনও কখনও।
“তো, সবকিছু মিলিয়ে আমাদেরকে সেভাবেই এগোতে হচ্ছে। কেউ কিন্তু স্বীকার করে না যে, সে নিয়মের বাইরে যাচ্ছে।”
স্থল বন্দর দিয়ে পণ্য রপ্তানির বন্ধের বিষয়ে ভারতকে চিঠি দেওয়ার কথা এক প্রশ্নের উত্তরে জানান পররাষ্ট্র উপদেষ্টা।