Published : 22 May 2025, 09:26 PM
ভূমিসংক্রান্ত আধুনিক সেবা ও সুবিধা নাগরিকদের কাছে পরিচিত করে তুলতে রোববার থেকে শুরু হচ্ছে তিন দিনের ‘ভূমি মেলা’।
রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন প্রাঙ্গণে এ মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।
সচিবালয়ে বৃহস্পতিবার ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে এ মেলায় ১৯টি স্টল থেকে নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা দেওয়া হবে। এবারের ভূমি মেলার মূল উদ্দেশ্য জনগণকে ভূমি উন্নয়ন কর পরিশোধে উদ্বুদ্ধ করা ও সচেতন করা।
দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায়ের ফলে রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে মন্তব্য করে তিনি বলেন, বর্তমানে অনলাইনে প্রতি মাসে প্রায় ৫ লাখ নামজারি মামলা নিষ্পত্তি করা হচ্ছে। দেশের ৫১৬টি উপজেলা ও সার্কেল ভূমি অফিস এবং ৩ হাজার ৪৬৭টি ইউনিয়ন ভূমি অফিসে ই-নামজারি চালু হয়েছে।
সালেহ আহমেদ বলেন, এই সিস্টেমে গত বছরের জুলাই থেকে গত ১৫ মে পর্যন্ত প্রায় ২৯০ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা, ভূমি উন্নয়ন কর বাবদ প্রতিদিন ৩ থেকে ৪ লাখ টাকা এবং অনলাইন খতিয়ান বাবদ প্রতিমাসে গড়ে ৩ লাখ ২১ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হচ্ছে। বর্তমানে ৬ কোটি ৫০ লাখের অধিক খতিয়ান অনলাইনে রয়েছে। এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৭০ লাখ হোল্ডিং ডাটা ম্যানুয়াল্ থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে। নাগরিককে অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ। সার্ভারসহ অন্যান্য ব্যবস্থা সচল থাকলে দিনে (১০ থেকে ১২ কোটি টাকা) ভূমি উন্নয়ন কর আদায় করা সম্ভব।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।