Published : 15 May 2025, 11:16 PM
রাজধানীর মোহাম্মদপুরে 'ছিনতাইয়ের সময়' দুইজনকে ধরে জনতা পিটুনি দেওয়ার পর হাসপাতালে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনায় নিহত যুবকের নাম রাকিব (২৮)। আহত মিলন (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, সকালে কয়েকজন যুবক বসিলার ওই আবাসিক এলাকায় দেশি অস্ত্রসহ ছিনতাইয়ে নেমেছিল। এসময় স্থানীয়রা জড়ো হয়ে দুইজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান।
গণপিটুনিতে আহত দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।
নিহত রাকিব ভোলার চরফ্যাসন এলাকার আনিসুল হকের ছেলে এবং আহত মিলন ভোলার দক্ষিণ আইচা এলাকার মৃত কাশেম মিস্ত্রীর ছেলে। তারা দুইজনই বসিলা এলাকায় থাকতেন।