Published : 15 Jun 2025, 12:34 PM
কোরবানির ঈদ উপলক্ষ্যে ১০ দিনের ছুটি শেষে খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়।
অফিস খোলার প্রথম দিন রোববার সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে আসতে থাকেন। এ সময় তারা একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।
এদিন সকালেই দপ্তরে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ আরো কয়েকজন উপদেষ্টা।
উপদেষ্টারা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে অনুষ্ঠিত হয় সচিবালয়ে।
ঈদের ছুটির আগে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয় প্রাঙ্গন আন্দোলনে সরব থাকলেও, এদিন ঈদ আনন্দের আমেজেই পাওয়া গেছে সবাইকে।
কর্মচারী আন্দোলনের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “আজকে কোন কর্মসূচি নেই, আজকে শুধু কোলাকুলি।”
এদিন সবার সঙ্গে আলোচনা করে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে জানিয়েছেন সেলিম।
কোরবানির ঈদ উদযাপিত হয়েছে ৭ জুন। ঈদের আগে ৫ জুন থেকে পরবর্তী ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করে সরকার। সরকারি ছুটিকে অনুসরণ করে ব্যাংক, এনজিওসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠানও বাড়তি ছুটি দেয় ঈদ উপলক্ষে।