Published : 16 Feb 2025, 07:20 PM
দেশে প্রথমবারের মতো প্রাণীদের জন্য আম্বুলেন্স সেবা নিয়ে এসেছে ‘সুস্থতা’ নামের একটি প্রতিষ্ঠান।
নিয়মিত অ্যাম্বুলেন্স সেবার পাশাপাশি এ উদ্যোগে ৫০টি আম্বুলেন্স নিয়োজিত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেজবাউল আমিন।
রোববার সন্ধ্যায় উদ্যোগটি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেন তিনি।
কীভাবে এই উদ্যোগের চিন্তা মাথায় এল, এমন প্রশ্নে তিনি বলেন, “গেল বছরের মে থেকে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে কাজ করছি। এর পাশাপাশি গতকাল (শনিবার) থেকে আমরা পেট অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু করলাম। আমরা সারা বাংলাদেশে ৩০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স দিচ্ছিলাম গত বছর থেকে।
“পোষা প্রাণীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা দেশের বাইরে কয়েকটা জায়গায় আছে। আমাদের দেশে নাই। এখানে পোষা প্রাণীর মালিকরা কোনো উপায় পান না। যাদের পোষা প্রাণী আছে, তারা এর সঙ্গে ‘ইমোশনালি অ্যাটাচড’ থাকেন।”
মেজবাউল আমিন বলেন, “পোষ্য মালিকদের জন্য তাদের প্রিয় পোষা প্রাণীকে অসুস্থ হয়ে পড়তে দেখাটা অত্যন্ত ভয়ঙ্কর এবং এর চেয়েও কঠিন কাজ হল চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য পরিবহন। সে চিন্তা থেকে এটা চালু করা।”
সারাদেশে পাঁচশ’র বেশি অ্যাম্বুলেন্স রয়েছে ‘সুস্থতা ডটকমে’র।
প্রতিষ্ঠানটির হটলাইনে (০৯৬০১-২২২-৭৭৭) যোগাযোগ করলেই সেবা পাবেন গ্রাহকরা। পাশাপাশি তাদের ওয়েবসাইট থেকেও অ্যাম্বুলেন্স ডাকা যাবে বলেও জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী।