Published : 09 May 2025, 12:20 PM
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘বড় জমায়েতের’ জন্য রাজধানীর মিন্টু রোডের মুখে ফোয়ারার সামনে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পূর্ব পাশের ওই ফোয়ারার সামনে বাদ জুমা জমায়েতের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার সকালে তিনি বলেন, “আপনারা রক্তের উপরে দাঁড়িয়ে উপদেষ্টা হয়েছেন। সুতরাং, আপনার যদি মনে করেন- আপনার আপনাদের কূটচালের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবেন, সেটির চেষ্টা হয়েছিল বিধায় আজকে আবার আমরা যমুনার সামনে দাঁড়াতে বাধ্য হয়েছি।
“আজকে বাদ জুমা ফোয়ারার সামনে থেকে আমরা ইন্টার কন্টিনেন্টালের যে রাস্তা রয়েছে, যে রাস্তা বাংলামোটর পর্যন্ত গিয়েছে এই পুরো রাস্তা আমরা জনসমুদ্রে পরিণত করব।”
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে যমুনার সামনে অবস্থান কর্মসূচির ডাক দেন হাসনাত আবদুল্লাহ।
এরপর রাত ১০টার পর যমুনার সামনের সড়কে অবস্থান নেয় কয়েকশ বিক্ষোভকারী, যা শুক্রবারও অব্যাহত রয়েছে। তারা সেখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিয়ে যাচ্ছেন।
যমুনার সামনে ব্যারিকেডের সামনে ও পেছনে সারিবদ্ধভাবে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
হাসনাতের আগে যমুনার সামনে জমায়েতস্থলে উপস্থিত হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।
তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারকে যে ছাত্র-জনতা ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্র-জনতা আজ দাবি তুলেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। পরিষ্কারভাবে বলতে চাই, আজ দুপুরের আগেই সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।"
এদিকে মঞ্চ তৈরির স্থলে দেখা যায়, ৫টি ট্রাক একসঙ্গে করে উপরে শামিয়ানা টানিয়ে ইন্টারকন্টিনেন্টালমুখী একটি অস্থায়ী মঞ্চ নির্মাণের কাজ করছেন শ্রমিকরা।