Published : 24 May 2025, 04:11 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিন রিমান্ডে পেয়েছে গোয়েন্দা পুলিশ।
প্রথম দফায় ছয় দিন জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার তিন আসামিকে আদালতে হাজির করে আরও ৭ দিন রিমান্ডের আবেদন করেন তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. আখতার মোর্শেদ।
ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম শুনানি নিয়ে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।
শাহবাগ থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী শনিবার এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আসামিরা হলেন-মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।
এর আগে গত শনিবার তাদেরকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন ঢাকার মহানগর হাকিম শাহিন রেজা।
আরও পড়ুন:
সাম্য হত্যা মামলা: গ্রেপ্তার তিনজন ছয় দিনের রিমান্ডে
গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ঘোষণা করেন।
সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
ঘটনার রাতেই রাজধানীর রাজাবাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।