Published : 30 May 2025, 02:08 PM
নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি আর বিদ্যুৎহীনতায় দেশের বিভিন্ন স্থানে মোবাইল যোগাযোগ ব্যাহত হচ্ছে।
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শুক্রবার ফেইসবুকে পোস্টে পাঁচ সহস্রাধিক টাওয়ার বা সাইট অচল হওয়ার তথ্য দিয়েছেন।
তবে দেশের তিন বেসরকারি মোবাইল অপারেটর সংশ্লিষ্টরা জানিয়েছেন, অচল হওয়া টাওয়ারের সংখ্যা অন্তত ১৩ হাজার। এর মধ্যে গ্রামীণফোনের ৪ হাজার ৪৭৪টি, বাংলালিংকের ৩ হাজার ২০টি এবং রবির ৫ হাজার ৫০০টি সাইট রয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব ফেইসবুক লিখেছেন, নিম্নচাপজনিত ঝড়-জলোচ্ছ্বাস ও বিদ্যুৎহীন পরিস্থিতির কারণে সারা দেশে টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে নিরলসভাবে কাজ করছেন পল্লী বিদ্যুৎসহ টেলিযোগাযোগ সেবার কর্মীরা।
ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বরিশাল, দক্ষিণ সিলেট, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও দক্ষিণ চট্টগ্রামে।