Published : 14 Jan 2025, 04:26 PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও তার ছেলে জাকির হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
এছাড়া ছেলে-মেয়েসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে।
দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দেশত্যাগে নিষেধাজ্ঞার জন্য পৃথক দুইটি আবেদন করেছিল দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা শুনানি করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছে।
আবেদনে বল হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। এসময় তারা দেশত্যাগ করে পালিয়ে গেলে অনুসন্ধান বিঘ্নিত হতে পারে।
এজন্য অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।