Published : 13 Mar 2025, 01:03 PM
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে এভিয়েশন সিকিউরিটি-এভসেক।
ফয়েজ উদ্দিন নামের ওই যাত্রীকে বুধবার গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা মুহাম্মাদ কাউছার মাহমুদ।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফয়েজের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাও গ্রামে।
এভসেকের বরাত দিয়ে কাউছার মাহমুদ বলেন, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসভি-৮০৫) ওই যাত্রীর রিয়াদে যাওয়ার কথা ছিল।
বুধবার রাত সাড়ে ১১টায় বোর্ডিং ব্রিজ-৯ এলাকায় স্ক্যানিংয়ে তার ব্যাগে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব মেলে। পরে তার ব্যাগ থেকে ১,৩৮৩টি ইয়াবা পাওয়া যায়।
ইয়াবাসহ ওই যাত্রীকে বিমানবন্দর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ শাখায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কাউছার মাহমুদ।