Published : 21 May 2025, 04:23 PM
আসন্ন ঈদুল আজহায় নৌপথে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখতে বালুবাহী বাল্কহেডগুলো ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
নৌপথে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকারের উদ্যোগগুলো তুলে ধরে তিনি বলেন, “নৌপথে নিরাপত্তার জন্য নৌপুলিশকে বলা হয়েছে। স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
“এছাড়া সিদ্ধান্ত হয়েছে ঈদকে সামনে রেখে বালুবাহী বাল্কহেডগুলো আগামী ৫ জুন থেকে ঈদের পরের সাত দিন চলাচল করবে না। দিনে রাতে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে। নৌপথে যেন পর্যাপ্ত মেজিস্ট্রেট থাকে সেজন্য জেলা প্রশাসকদের বলে দেওয়া হয়েছে।”
উপদেষ্টা বলেন, “উত্তরবঙ্গে রৌমারি থেকে চিলমারী রুটে দুটি ফেরি চালু করা হয়েছে। ফলে জামালপুরকে কানেক্ট করবে এবং ঢাকা আসার পথে ১০০ কিলোমিটারের মতো পথ সাশ্রয়ী হবে। এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট।”
বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ফেরি চলাচল শুরু হবে বলে জানান উপদেষ্টা।
ছোট নৌকা যেন ডুবে না যায়, সেজন্য বড় লঞ্চগুলো যেন বুড়িগঙ্গায় প্রবেশের সাথে সাথে গতি কমিয়ে আনে, সেই আহ্বানও রাখেন তিনি।