Published : 24 May 2025, 07:18 PM
ঢাকাকে একটি ‘বাসযোগ্য ও পরিবেশবান্ধব’ নগরীতে রূপান্তর করার লক্ষ্যে প্রশিক্ষণ নিতে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে জাপানে গেলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম।
জাইকার অর্থায়নে আয়োজিত এই প্রশিক্ষণে অংশ নিতে শনিবার দুপুর পৌনে ২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা টোকিওর উদ্দেশ্যে
ঢাকা ত্যাগ করেন।
রাজউকের সহকারী পরিচালক জনসংযোগ ও প্রটোকল মো. আব্দুল্লাহ আল মারুফ বলেন, ২৫ থেকে ৩১ মে রাজউক চেয়ারম্যান ‘ট্রানজিট ওরিয়েনেট্টড ডেভেলপমেন্ট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইউজিং ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিডেভেলপমেন্ট টোলস’ শীর্ষক প্রশিক্ষণে অংশ নেবেন। দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে জাইকা।
ঢাকাকে একটি ‘বাসযোগ্য ও পরিবেশবান্ধব’ নগরীতে রূপান্তরের লক্ষ্যে এ প্রকল্প চালু করেছে বাংলাদেশ সরকার, যেখানে জাইকা কারিগরি ও অর্থায়নে সহযোগিতা করছে।
আব্দুল্লাহ আল মারুফ বলেন, “প্রশিক্ষণটি মূলত ভূমি পুনর্বিন্যাস ও পুনর্গঠনের আধুনিক কৌশলের বাস্তব প্রয়োগ ও পরিকল্পনা নিয়ে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা শুধু অ্যাকাডেমিক ক্লাস নয়, জাপানের বিভিন্ন এলাকা ঘুরে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন।”
বাংলাদেশ থেকে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল এ প্রশিক্ষণে অংশ নেবে, সেখানে রাজউক থেকে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের দল থাকছে।
রাজউক সদস্য (প্রশাসন) মো. আলম মোস্তফা, সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ, প্রধান নগর স্থপতি মোশতাক আহমেদ, প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক মাহফুজা আকতার ও উপনগর পরিকল্পনাবি শাহনেওয়াজ হক আছেন এই দলে।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বিআরটিসি ও মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তারাও এই প্রশিক্ষণে অংশ নেবেন। প্রশিক্ষণ শেষে রাজউক চেয়ারম্যান আগামী ৩১ মে ঢাকায় ফিরবেন বলে আব্দুল্লাহ আল মারুফ জানান।