Published : 26 Jan 2025, 09:44 PM
বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহতদের চোখের চিকিৎসা দেবে সিঙ্গাপুরের তিনটি হাসপাতালের চিকিৎসকরা।
আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং ধানমণ্ডির বাংলাদেশ আই হসপিটালে এই সেবা দেওয়া হবে। এই দুদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোগী দেখবেন চিকিৎসকরা।
রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল অ্যান্ড আলেক্সান্দ্রা হসপিটালের চিকিৎসকরা বাংলাদেশে আসবেন।
তাদের মধ্যে রয়েছেন রেটিনা, কর্নিয়া, নিউরো অফথ্যালমোলজি এবং অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব চিকিৎসককে দেখানোর জন্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের হটলাইন +৮৮০১৩৩৭৩৪৩৩৮৯ এবং বাংলাদেশ আই হসপিটালের হটলাইন ১০৬২০ নম্বরে যোগাযোগ করতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনে মোট ৮৪১ জন নিহত হয়েছেন। সরকারি হিসেবে এ সময় আহত হয়েছেন ১২ হাজার ৩১৩ জন।
আন্দোলনের মধ্যে আহতদের অনেকেই চোখে আঘাত পেয়েছেন। অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন।