Published : 26 May 2025, 09:25 PM
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর বিষয়ে এখনও আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকার কথা বলছে মন্ত্রণালয়।
স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তো কোর্টে আছে। আমরা কোর্টের আদেশের অপেক্ষায় আছি। কোর্ট যেটা বলে আমরা সেটাই করব।”
ইশরাকের শপথ ইস্যুতে রিট আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে এদিন চেম্বার আদালতে আবেদন করেছেন রিট মামলাকারীর আইনজীবী।
সোমবার রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মূসা এ আবেদন করেন।
এদিকে শপথ নেওয়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ‘তাগিদ নোটিশ’ পাঠিয়েছেন ইশরাক হোসেনের আইনজীবী মাহাবুব উদ্দীন খোকন।
সোমবার সকালে ইশরাক হোসেনের পক্ষে এই নোটিস পাঠান তিনি।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস।
ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।
এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্তু তাকে যেন শপথ পড়ানো না হয় সেজন্য গত ১৪ মে হাই কোর্টে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ।
অন্যদিকে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে ওই দিনই আন্দোলন শুরু করেন তার সমর্থকরা। তাদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়ে নগর ভবন। তবে আইনি জটিলতার কথা বলে তার শপথের আয়োজন থেকে বিরত থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
১৮ মে স্থানীয় সরকার বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, রিট আবেদন নিয়ে হাই কোর্টের সিদ্ধান্ত আসার পর তারা ইশরাকের শপথ পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কিন্তু বৃহস্পতিবার সেই রিট আবেদন খারিজ হয়ে গেলেও এখনও ইশরাককে শপথ পড়ায়নি স্থানীয় সরকার বিভাগ।
এরমধ্যে রিট আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গেলেন আইনজীবী মামুনুর রশিদ।
আরও পড়ুন...
ইশরাক নিয়ে সিদ্ধান্ত হাই কোর্টের আদেশের পর: স্থানীয় সরকার বিভাগ
ইশরাকের শপথ আটকাতে এবার আপিল বিভাগে আবেদন
রিট মামলা খারিজ, ইশরাকের শপথ নিতে 'বাধা নেই'
ইশরাকের শপথ: যেসব জটিলতায় আটকে মন্ত্রণালয়
কত মাসের জন্য মেয়র হচ্ছেন ইশরাক?
আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি
জুনে স্থানীয় সরকার সম্ভব নয়, টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন