Published : 22 May 2025, 08:45 PM
দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য।"
বৃহস্পতিবার বিকালে নিজের ফেইসবুক পেইজে এক পোস্টে এ পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি।
মাহফুজ আলম বলেন, "ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়।
"দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন, যা বিভাজনমূলক ছিল— সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।"
এমন এক সময় মাহফুজ এই পোস্ট দিলেন, যখন বিএনপি তার পদত্যাগ চাইছে এবং জামায়াতে ইসলামীও তার বক্তব্যের বিরাগভাজন হয়েছে।
মাহফুজ পোস্টে বলেন, সরকারে আর একদিনও থাকলে তিনি অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান।
"পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি, যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে।"
সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে পড়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, "বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী। সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই-অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের ও ধৈর্যের। এ পরীক্ষা উতরে যেতেই হবে।"