Published : 04 Jun 2025, 10:03 PM
নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শেষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনে বুধবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিউ মার্কেট থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বলেন, পাঁচ দিনের রিমান্ড শেষে মুরাদকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেইটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। ৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান।
এরপর চলতি বছরের ১৭ এপ্রিল রাজধানীর উত্তরা এলাকা থেকে শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।