Published : 10 Sep 2024, 05:27 PM
খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. আব্দুল খালেক।
তাকে নতুন দায়িত্ব দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের সর্বশেষ মহাপরিচালকের দায়িত্বে ছিলেন গ্রেড-১ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন।
এদিকে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে দায়িত্ব পাওয়া আরও ৩৪ জন জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার তাদের প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একইদিনে এসব জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে।
প্রত্যাহার করা কর্মকর্তাদের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে। কাউক-কাউকে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বাকিদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়। সেসব জেলা ইতোমধ্যে নতুন ডিসি পেয়েছে।
গেল ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই সরকারি সকল দপ্তরে ব্যাপক রদবদল শুরু হয়। এখনও সেই ধারা অব্যাহত আছে।