Published : 16 Jun 2025, 10:55 PM
খাগড়াছড়ির পর এবার চট্টগ্রামের ফটিকছড়ি থেকে দুই টেলিকম কর্মী ‘নিখোঁজের’ খবর পাওয়া গেছে। তাদের উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে ‘সার্বস কমিউনিকেশন লিমিটেড’।
কোম্পানিটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ৫ জুন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি থানার লেলাং ইউনিয়নের কর্নফুলী বাজার এলাকায় রবি টাওয়ারে কাজ করার সময় নিখোঁজ হন মোহম্মদ সুমন ইসলাম (৩২) ও আব্দুর রহিম (৩৬)।
পরদিন এ ঘটনায় ফটিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করা হয়। কিন্তু দশ দিন পার হলেও তাদের হদিস মেলেনি।
এর আগে গত ১৯ এপ্রিল খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে দুই টেলিকম কর্মীকে ‘অপহরণের’ কথা বলা হয়েছে সার্বস কমিউনিকেশনের বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, “সেদিন বেলা ১১টার দিকে মানিকছড়িতে ইডটকোর আওতাধীন রবি মোবাইল টাওয়ার থেকে মো. ইসমাইল মিয়া ও আরে মারমা নামে দুই কর্মীকে অপহরণ করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রচার হয়। কিন্তু দুই মাসেও তাদের উদ্ধার করা যায়নি। অপহৃতদের পরিবার, স্বজন ও সহকর্মী এ ঘটনায় আতঙ্কিত ও চরমভাবে উদ্বিগ্ন।”
এসব ঘটনায় টেলিকম কর্মীদের নিরাপত্তাহীনতায় ভোগার কথা তুলে ধরে ‘অপহৃতদের’ উদ্ধারে সরকারের কাছে আর্জি জানিয়েছে সার্বস কমিউনিকেশন।
কোম্পানিটি বিটিআরসি অনুমোদিত টাওয়ার কোম্পানি ইডটকো বিডির হয়ে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের তিন জেলার টাওয়ার পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে। ২০২২ সাল থেকে টাওয়ারগুলো রবি ও অন্যান্য টেলিকম কোম্পানির প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে।