Published : 14 Feb 2025, 10:30 PM
রাজধানীর ডেমরা থানার সুলতানা কামাল সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত মাহমুদ বাবু ব্যাপারি (২৫) উত্তরার শান্তা মারিয়াম ইউনিভার্সিটির মার্কেটিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি ‘কল সেন্টারে’ চাকরি করতেন।
ফরিদপুর ভাঙ্গা উপজেলার আব্দুল্লাহাবাদ গ্রামের বোরহান বেপারীর ছেলে মাহমুদ। তিনি রাজধানীর মিরপুর এক নম্বরে থাকতেন। চার বোন দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।
একই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা তনিমা আক্তার (২২) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। তনিমা বেসরকারি ‘ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে’ (ইউআইটিএস) ফার্মেসি বিভাগে পড়েন।
ডেমরা থানার এসআই সুজন চন্দ্র রায় বলেন, শুক্রবার বেলা ১১টার দিকের সুলতানা কামাল ব্রিজের ওপরে দুর্ঘটনাটি ঘটে।
“সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে আইল্যান্ডে ধাক্কা খায়। এরপর সেটি ধাক্কা খায় কন্টেইনারবাহী ট্রাকের সঙ্গে।”
এসআই বলেন, “আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে মাহমুদ দুপুর সোয়া ১টার দিকে মারা যান। তনিমাকে উন্নত চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।”
মাহমুদের বড় ভাই আরাফাত হোসেন শাওন হাসপাতালে সাংবাদিকদের বলেন, “দুপুরে খবর পাই ছোট ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। হাসপাতালে এসে লাশ পেলাম।”
ডেমরা থানার এসআই সুজন জানান, “এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।”