Published : 29 Jun 2025, 05:05 PM
‘ভুয়া মামলা’ ও ‘গ্রেপ্তার বাণিজ্য’ বন্ধে ফৌজদারি কার্যবিধিতে সংশোধন এনেছে অন্তর্বর্তী সরকার।
রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের সরকারের কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই বিব্রত। একটা হচ্ছে ভুয়া বা মিথ্যা মামলা করা; আরেকটা হচ্ছে মামলার ঘটনা সত্যি, কিন্তু সেখানে অনেক লোককে আসামি করে মামলা বাণিজ্য করা। সেজন্য আমরা সবার সঙ্গে আলোচনা করে সিআরপিসিতে একটা গুরুত্বপূর্ণ চেইঞ্জ এনেছি।”
সংশোধনী ব্যাখ্যা করতে গিয়ে আইন উপদেষ্টা বলেন, “পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোনো কর্মকর্তা যদি মনে করেন, ওনার এলাকায় কোনো মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিতে পারেন।
“পুলিশ কমিশনারের নির্দেশে তদন্ত কর্মকর্তা প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন। বিচারক যদি মনে করেন, কোনো কোনো আসামির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ নেই, সাক্ষ্য নেই, তাহলে ‘ফ্রি ট্রায়াল স্টেজে’ তাদের নাম বাদ দিতে পারবেন। আবার যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অপরাধের প্রমাণ মিললে আসামির তালিকায় তাদের নাম যুক্ত করতে পারবেন।”
আইন উপদেষ্টা বলেন, “আশা করছি, পুলিশ প্রশাসন ও আদালত যেসব মামলায় গ্রেপ্তার বাণিজ্য হচ্ছে, মামলা বাণিজ্য হচ্ছে, যাদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে কোনো রকম প্রমাণ পাওয়া যাবে না, তাদেরকে বিচার শুরুর আগেই মামলার তালিকা থেকে বাদ দিতে পারবে।
“এর মূল উদ্দেশ্য হচ্ছে কেউ যদি ভুয়া মামলা বা হয়রানিমূলক মামলার শিকার হন, তাদেরকে বিচার শুরুর আগেই রেহাই দেওয়া।”