Published : 01 Jul 2025, 11:38 PM
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় কমিশনের মেয়াদ তিন মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ও তাদের প্রতিবেদন দাখিলের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, যা ১ জুলাই থেকে শুরু হবে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।
ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওই ঘটনা পুনঃতদন্তের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে দেয় সরকার।
কমিশনকে শুরুতে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু সেই মেয়াদ পরে এক দফায় তিন মাস বাড়ানো হয়।
এর মধ্যে গত ২৫ জুন এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, “৫০ জনের বেশি ব্যক্তির সাক্ষ্য নেওয়া বাকি রয়েছে। কারো পুনঃসাক্ষ্য নেওয়া প্রয়োজন।
“কিছু বিদেশী দুতাবাস সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এসবের জন্য সময় প্রয়োজন। এমন বাস্তবতায় ৩০ সেপ্টম্বর পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ করা হয়েছে।”
কমিশনকে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত ঘটনার প্রকৃতি ও স্বরূপ উদঘাটন করতে বলা হয়েছে।