Published : 21 May 2025, 02:21 PM
দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম ও তার স্ত্রী লায়লা জেসমিনসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার এ ঢাকার মহানগর জেষ্ঠ্য বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব আদেশ দেন।
নিষেধাজ্ঞআ পাওয়া অন্যান্যরা হলেন, সাবেক প্রথম সচিব (এনবিআর) ঈদতাজুল ইসলাম ও স্ত্রীর শর্মি মালা আনসারী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর এবং তার স্ত্রী শামীমা আলম।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
স্ত্রীসহ এনবিআরের সাবেক চেয়ারম্যান মুনীম এবং ঈদতাজুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান।
আবেদনে বলা হয়, আবু হেনা মো. রহমাতুল মুনীম, ঈদতাজুল ইসলামের এবং অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিরাদের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারে বলে জানতে পেরেছে দুদক।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজন বলে মনে করছেন দুদক।
স্ত্রীসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারি পরিচালক মো. সাইদুল ইসলাম।
ওই আবেদনে বলা হয়, শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। সংগ্রহ করা রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা ইতিমধ্যে তাদের নামে থাকা ব্যাংক হিসাব থেকে টাকা তুলেছেন।
অনুসন্ধানের জন্য দুদকের টিম সংশ্লিষ্ট ব্যক্তির বাসায় যাওয়া পর, তাদের বাসাটি তালাবদ্ধ অবস্থায় পেয়েছে। শেখ মোহাম্মদ আলমগীর ও তার স্ত্রীও দেশে ছেড়ে পালিয়ে যেতে পারবে বলে দুদক জানতে পেরেছে।
সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।