Published : 15 May 2025, 01:58 PM
জ্যৈষ্ঠের শুরুর দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রোদ-বৃষ্টির যে লুকোচুরি দেখা যাচ্ছে, সে প্রবণতা সপ্তাহ খানেক থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যে বৃষ্টি আর রোদ পরপর আসছে- আপাতত এরকমই চলবে। আগামী ৮-১০ দিন পর্যন্ত।
“সেই সঙ্গে যেসব জায়গায় তাপপ্রবাহ চলমান, কিছু-কিছু জায়গায় তা প্রশমিত হবে।”
আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।
দুই বিভাগ, ৯ জেলায় তাপপ্রবাহ
ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর জেলার পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু জায়গায় দাবদাহ প্রশমিত হতে পারে বলে আবহাওয়া অধিপ্তরের পূর্ভাবাসে বলা হয়েছে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরের রাজারহাটে ১৩৯ মিলিমিটার। এসময় রাজধানীতে ঝরেছে ২৩ মিলিমিটার বৃষ্টি। এছাড়া নেত্রকোণায় ৯২, সিলেটে ৮৯ এবং কুমিল্লায় ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।