Published : 23 Jun 2024, 08:59 PM
ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় পাঁচ ঘণ্টার ব্যবধানে ট্রেনের নিচে কাটা পড়ে ও ট্রেনের ধাক্কায় দুই তরুণের মৃত্যু হয়েছে।
ঈদের ছুটি শেষে রোববার ঢাকায় নেমেই তারা দুর্ঘটনায় পড়েন বলে রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির এসআই তারা মিয়া জানিয়েছেন।
নিহতদের মধ্যে এসএম তানজিম জয় (২৬) ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক জয়ের বাড়ি মৌলভীবাজারের দর্জিমহল এলাকায়।
নিহত আরেকজন মাহমুদুল হাসান (৩০) একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের শাহ আলমের ছেলে।
এসআই তারা মিয়া বলেন, রোববার ভোর ৫টা ২৪ মিনিটের দিকে ক্যান্টেমেন্ট রেল স্টেশন ও কুড়িল বিশ্বরোড এলাকার মাঝামাঝি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময়ে বলাকা কমিউটার ট্রেনে নিচে কাটা পড়েন তানজিম জয়। গ্রামের বাড়িতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় নেমেই তিনি দুর্ঘটনায় পড়েন।
“এর পাঁচ ঘণ্টার পর সকাল ১০টা ২০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোড এলাকায় কানে এয়ারফোন লাগিয়ে রেল লাইন পার হওয়ার সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন মাহমুদুল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনিও ছুটি শেষে ঢাকায় নেমেই দুর্ঘটনায় পড়েন।”