Published : 08 Jun 2025, 08:56 PM
ঈদের দিন রাতের মধ্যে মাত্র ‘আট থেকে সাড়ে আট ঘণ্টায়’ সব বর্জ্য ‘অপসারণ’ সম্ভব হয়েছে দাবি করলেও ঢাকার দুই সিটি বলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ এখনো চলছে।
ঈদের দ্বিতীয় দিন রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ৪১ হাজার ৫৫ টন বর্জ্য অপসারণের তথ্য দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
বিকালে দুই সিটির পাঠানো পৃথক দুই বার্তায় বর্জ্য অপসারণের এ তথ্য দিয়ে বলা হয়েছে, কাজ এখনও ‘চলমান’ রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক বর্তায় জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মাতুয়াইল স্যানেটারি ল্যান্ডফিলে ২৫ হাজার ১৯১ টন কোরবানির বর্জ্য ফেলা হয়েছে।
অপরদিকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১৫ হাজার ৮৬৪ টন বর্জ্য অপসারণের তথ্য দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি এক বার্তায় বলেছে, আমিন বাজার ল্যান্ডফিলে বর্জ্য বহনকারী ট্রাকের মোট ৩ হাজার ৪২টি ট্রিপ সম্পন্ন হয়েছে।
ঈদের দিন শনিবার দুপুরেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, সিটি করপোরেশনের বেঁধে দেওয়া ১২ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ সম্ভব হবে বলে তারা আশা করছেন।
রাতেই নিজের ফেইসবুকে পেইজে পোস্ট দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, দেশের ১২ সিটি করপোরেশনের ৪৮৭টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।
তিনি লিখেছিলেন, “এটি সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা, পরিশ্রম ও ভালোবাসার কারণে। এটা শুধু পরিসংখ্যান নয়, এটা আমাদের প্রতিশ্রুতির জয়। পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয়, বাস্তবতা।”
রাতে শতভাগ বর্জ্য অপসারণের কথা জানালেও পরদিন সকালে ঢাকার বিভিন্ন সড়কে কোরবানির বর্জ্য দেখা যাওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে উত্তর সিটি করপোরেশন।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর সিটি বলেছে, শনিবার রাত সাড়ে ১০টায় শতভাগ বর্জ্য অপসারণের তথ্য জানানোর পরেও নগরীর অনেক স্থানে পশু ‘কোরবানি করা হয়েছে’। কোরবানির স্থান থেকে নতুনভাবে উৎপন্ন বর্জ্য ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা রাতের মধ্যেই সরিয়ে এনে ল্যান্ডফিলে স্থানান্তরের উদ্দেশ্যে রাস্তায় ও এসটিএসে জমা রাখে। সকালে এসটিএস এবং রাস্তা থেকে থেকে বর্জ্য অপসারণ করে নিয়া যাওয়া হয়েছে।
ল্যান্ডফিলে নিয়ে যাওয়ার আগেই কিছু স্থানের বর্জ্যের ছবি ব্যবহার করে এসব খবর প্রকাশ করা হয় জানিয়ে বিজ্ঞপ্তি বলা হয়েছে, “বর্জ্য অপসারণ প্রক্রিয়া সমাপ্ত হয়নি। আজ এবং আগামীকালও বর্জ্য অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।”
নগরবাসী ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করে থাকেন, যার কারণে প্রতিনিয়ত বর্জ্য উৎপন্ন হয় জানিয়ে ‘একই সাথে’ পরিচ্ছন্নতা কার্যক্রম চলতে থাকার কথা বলেছে উত্তর সিটি।
ঢাকায় এ বছর প্রায় সাত লাখ পশু কোরবানি হতে পারে, তাতে ৫০ হাজার টনের মত বর্জ্য তৈরি হবে ধরে নিয়ে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ নিয়েছিল ঢাকার দুই সিটি করপোরেশন।
এ কাজে যোগ দেন প্রায় ২০ হাজার ২৬৭ পরিচ্ছন্নতাকর্মী, যাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় দিনে কোরবানি করা হলেও সেটির বর্জ্য অপসারণে দুই সিটির প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ: স্থানীয় সরকার উপদেষ্টা
কোরবানির পশুর বর্জ্য: আট ঘণ্টায় 'সাফ', দাবি ঢাকার দুই সিটির