Published : 01 Jan 2025, 06:49 PM
গণআন্দোলনে হতাহতদের মধ্যে দুই হাজার ২২৯ পরিবারকে এ পর্যন্ত ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দেওয়ার কথা বলছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, সহায়তা পাওয়াদের মধ্যে নিহত ৬২৮ জনের পরিবার রয়েছে। আর আহত ১ হাজার ৬০১ জনের পরিবার সহায়তা পেয়েছে।
বুধবার ঢাকার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য তুলে ধরেন।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ফাউন্ডেশনের হিসাবে এখন পর্যন্ত ১০৯ কোটি ২০ লাখ ৫ টাকা অনুদান জমা হয়েছে। বিতরণ করা হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকা। ফান্ডে ৬১ কোটি টাকা অবশিষ্ট রয়েছে।
তিনি বলেন, নিহতদের মধ্যে ১৯৮ জনের পরিবারের সহায়তা পাওয়া বাকি রয়েছে। তালিকা যাতে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
চলতি মাসে নিহতদের পরিবারকে আরও বেশি পরিমাণে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলেছেন সারজিস।
গত জুলাই-অগাস্টের কোটা ও সরকার পতনের গণআন্দোলনে হাতহতদের পরিবারকে সহায়তায় কাজ করে যাচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সংগঠনটি কাজ করছে।
সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস ডেটা সেন্টারের ভেরিফায়েড শহীদের সংখ্যা ৮২৬ জন। এর মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আর আহতের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। এর মধ্যে সহায়তা দেওয়া হয়েছে ১ হাজার ৬০১ জনকে।
এর মধ্যে শহীদ পরিবারকে দেওয়া হয়েছে ৩১ কোটি ৪০ লাখ টাকা। আর আহতদের দেওয়া হয়েছে ১৫ কোটি ৯২ লাখ টাকা।