Published : 02 Feb 2025, 12:00 AM
উন্নত চিকিৎসার দাবি নিয়ে আবারও রাস্তায় নেমেছেন জুলাই গণআন্দোলনে আহতরা। এ বিষয়ে গুরুত্ব না দেওয়ার অভিযোগও করছেন তারা।
শনিবার রাত ১০টার পর তারা ঢাকায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) সামনে সড়ক অবরোধ করেন। ফলে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার ওপর আড়াআড়ি করে বেঞ্চ রেখে তাদের অনেকে বসে পড়েন। কেউ সড়কে শুয়ে-বসে পড়েন। ক্র্যাচে ভর করে অনেকে অবরোধে অংশ নেন। তারা সবাই পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
আন্দোলনকারীদের নেতা কোরবান শেখ হিল্লোল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে বিদেশি ডাক্তার এসেছিল। তারা আমাদের পরীক্ষা করে একটা মতামত দিয়েছে। আমাদের মধ্যে যাদের বিদেশ পাঠানো হয়েছে, তাদের আর আমাদের শারীরিক অবস্থা একই বলে ডাক্তারদের মতামতে উঠে এসেছে।
“আমরা বিষয়টি নিয়ে আমাদের ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। এ কারণে আবার পথে নেমেছি।”
হিল্লাল বলেন, “আমাদের কথা কেউ শুনছে না। আমাদের ভালো চিকিৎসার প্রয়োজন।”
উন্নত চিকিৎসার দাবিতে এর আগেও সড়ক অবরোধ করেছেন জুলাই-অগাস্টের গণআন্দোলনে আহতরা। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করা হচ্ছে।
তবে চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, তারা ভালো চিকিৎসা পাচ্ছেন না। সহায়তাও পেয়েছেন ‘সামান্য’।
পুরনো খবর-