Published : 31 May 2025, 11:19 PM
জুন মাসের জন্য কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকার; তবে ডিজেলে লিটারপ্রতি ২ টাকা এবং পেট্রোল-অকটেনে ৩ টাকা করে কমানো হয়েছে।
শনিবার জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এই চার পণ্যের নতুন দাম ঘোষণা করা হয়, যা ১ জুন থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, জুন মাসে প্রতি লিটার ডিজেলের দাম পড়বে ১০২ টাকা। ১২২ টাকা পড়বে অকটেনের দাম। আর প্রতি লিটার পেট্রোল কিনতে লাগবে ১১৮ টাকা। কেরোসিনের দাম পড়বে ১১৪ টাকা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়মিত ওঠানামা করলেও বাংলাদেশে দামের পরিবর্তন হত সরকারের সিদ্ধান্তে দীর্ঘ সময় পর পর। তাতে কখনও ভোক্তা, আবার কখনও সরকারি সংস্থা বিপিসি লোকসানের মুখে পড়ত।
এমন প্রেক্ষাপটে গত বছরের মার্চ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে সরকার।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমা ও বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য নির্ধারণ করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্বে এসে অন্তর্বর্তী সরকার প্রথমবার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে গত বছরের ৩১ অগাস্ট।
সেই ধারাবাহিকতায় চলতি মাসে ডিজেল ও কেরোসিনে লিটারে দাম পড়ে ১০৪ টাকা। ১২১ টাকায় বিক্রি হয় পেট্রোল। আর অকটেনের দাম ধরা হয় ১২৫ টাকা।
এর আগের মাসে (এপ্রিল) এই ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা বেশি ছিল।
পুরনো খবর
জ্বালানি তেলের দাম লিটারে কমল ১ টাকা