Published : 17 May 2025, 08:27 PM
ঢাকার ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কের নাম জুলাই গণঅভ্যুত্থানে নিহত ফারহান ফাইয়াজের নামে করা হয়েছে।
শনিবার ধানমন্ডির রাপা প্লাজার সামনে ‘শহীদ ফারহান ফাইয়াজ সড়কের’ ফলক উন্মোচন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
এ সময় ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ডিএসসিসির প্রশাসক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেন, ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন।
“ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর সড়কটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজের নামে ফলক উন্মোচন করা হয়েছে।”
শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে সড়কটি নামকরণ করায় আমি অন্তর্বর্তীকালীন সরকার ও দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি।”
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
২০২৪ সালের ১৮ জুলাই ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে গুলিতে নিহত হন ফাইয়াজ।
তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।
সেদিনের ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযোগটি আনেন ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান।