Published : 15 Jun 2025, 12:08 AM
এইচএসসি ও সমমানের পরীক্ষার কক্ষগুলোতে কমপক্ষে তিন ফুট দূরত্বে শিক্ষার্থীদের আসনের ব্যবস্থা করা হবে।
পরীক্ষাকেন্দ্রে প্রতি কক্ষে কমপক্ষে দুইজন কক্ষ পরিদর্শক এবং প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন।
আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় এভাবে পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও কক্ষ পরিদর্শনের ব্যবস্থা করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্রগুলো পরীক্ষার ‘ফাঁকে ফাঁকে’ ক্লাস চালাতে পারবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। আগের বছরগুলোতে সাধারণত পরীক্ষার পুরো সময়জুড়ে কেন্দ্র হিসেবে ব্যব্হার হওয়া কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার রেওয়াজ ছিল।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমন নির্দেশনা পরীক্ষার আগে প্রতিবারই দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তা মনে করিয়ে দেওয়া হয়েছে।
করোনাভাইরাস সংক্রামণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে সেগুলো পরীক্ষাকেন্দ্রে মেনে চলতেও বলা হয়েছে বলে তুলে ধরেন তিনি।
সম্প্রতি ভারতে করোনাভাইরাসের নতুন উপধরন সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেখা দেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।
এতে সংক্রমণ প্রতিরোধে বারবার প্রয়োজনমত সাবান দিয়ে হাত ধোয়া, নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, আক্রান্ত ব্যাক্তির থেকে ৩ ফুট দূরে অবস্থান, অপরিস্কার হাতে নাক-চোখ-মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাঁচি কাশির সময় বাহু, টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে গত ২৪ মে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে পরীক্ষা পরিচালনায় এগুলোসহ ৩৩ দফা নির্দেশনা দেওয়া হয়।
এতে আগের মতই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কক্ষে প্রবেশ করানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। এসময়ের পর কোনো পরীক্ষার্থী এল ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে পারবেন।
পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশনায় বলা হয়। তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তিনি।
আগামী ২৬ জুন থেকে শুরু হয়ে তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ থেকে ২১ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে।
আরও পড়ুন:
এইচএসসি পেছানোর পরিকল্পনা নেই শিক্ষা বোর্ডগুলোর