Published : 03 Mar 2025, 03:41 PM
দেশের ২৯ জেলার সিভিল সার্জনদের ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ৬ মার্চের মধ্যে তাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
সেখানে বলা হয়, এই স্বাস্থ্য কর্মকর্তারা ৬ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৯ মার্চ থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
ওএসডি হওয়া সিভিল সার্জনরা হলেন–
• বরিশালের ডা. মারিয়া হাসান
• কুষ্টিয়ার ডা. মো. আকুল উদ্দিন
• শরীয়তপুরের ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান
• সিলেটের ডা. মনিসর চৌধুরী
• নোয়াখালীর ডা. মাসুম ইফতেখার
• পিরোজপুরের ডা. মো. মিজানুর রহমান
• কক্সবাজারের ডা. আসিফ আহমেদ হাওলাদার
• ঝালকাঠির ডা. এইচ এম জহিরুল ইসলাম
• ফেনীর ডা. মো. শিহাব উদ্দিন
• পাবনার ডা. শহীদুল্লাহ দেওয়ান
• শেরপুরের ডা. মুহাম্মদ জসিম উদ্দিন
• জামালপুরের ডা. মো. ফজলুল হক
• পটুয়াখালীর ডা. এস এম কবির হাসান
• মেহেরপুরের ডা. মহীউদ্দিন আহমেদ
• নেত্রকোণার ডা. অনুপম ভট্টাচাৰ্য্য
• টাঙ্গাইলের ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া
• ঠাকুরগাঁওয়ের ডা. নুর নেওয়াজ আহমেদ
• গাইবান্ধার ডা. কানিজ সাবিহা
• জয়পুরহাটের ডা, মুহা. রুহুল আমিন
• গাজীপুরের ডা. মাহমুদা আখতার
• কিশোরগঞ্জের ডা. সাইফুল ইসলাম
• বরগুনার ডা. প্রদীপ চন্দ্র মণ্ডল
• নওগাঁর ডা. মো. নজরুল ইসলাম
• রংপুরের ডা. মোস্তফা জামান চৌধুরী
• নীলফামারীর ডা. মো. হাসিবুর রহমান
• মানিকগঞ্জের ডা. মো. মকছেদুল মোমিন
• লালমনিরহাটের ডা. নির্মলেন্দু রায়
• পঞ্চগড়ের ডা. মোস্তাফিজুর রহমান
• কুড়িগ্রামের ডা. মো. মনজুর এ-মুর্শেদ