Published : 29 May 2025, 02:34 PM
ঢাকার মগবাজার এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনার ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ার পর তিন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।
বৃহস্পতিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
গ্রেপ্তার সোহেল, হৃদয় ও শামীম সরাসরি ছিনতাইয়ে অংশ নিয়েছিল, আর মকবুল ছিনতাইয়ের মালামাল ক্রেতা।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ, ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ডিবির এক কর্মকর্তা বলেন, “সোহেলের বাসা কেরাণীগঞ্জে, আর বাকিদের মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায়। গ্রেপ্তার তিনজনই পেশাদার ছিনতাইকারী, তারা বিভিন্ন এলাকায় গিয়ে ছিনতাই করতো।
“তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আর মকবুল ছিনতাইয়ের মালামালের ক্রেতা।”
গত ১৮ মে মগবাজারের গ্রিনওয়ে গলিতে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সিসিটিভি ভিডিও ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।
এর ধারাবাহিকতায় ঘটনার ১০ দিন পর জড়িত সবাইকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের কথা জানাল ডিবি।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক তরুণ একটি ব্যাগ কাঁধে হেঁটে যাওয়ার সময় তার পথ আটকায় বাইকে আসা তিনজন।
বাইক থেকে দুইজন দুটি চাপাতি নিয়ে নেমে ওই তরুণকে একটি বাড়ির ফটকের সামনে চেপে ধরে। এর মধ্যে চাপাতি দিয়ে আঘাত করতেও দেখা যায় তাদেরকে। একপর্যায়ে ওই তরুণের ব্যাগটি কেড়ে নিয়ে দুই ছিনতাইকারী বাইকে উঠে পড়ে।
এরপর ভুক্তভোগী বাইকের সামনে এসে চাকা ধরে অনুরোধ করতে দেখা গেলে চাপাতি হাতে দুইজন আবার বাইক থেকে নেমে তাকে আঘাত করে সরিয়ে দেয়।
এরমধ্যে বাইকটি টান দিলে হামলাকারী একজন আবারও ভুক্তভোগীর দিকে চাপাতি হাতে তেড়ে যায়।
মাত্র এক মিনিটের মধ্যে ভুক্তভোগীর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া তিনজন হেলমেট পরা থাকায় ভিডিওতে কারো চেহারা দেখা যায়নি।
ভুক্তভোগীর নাম মো. আব্দুল্লাহ। তার গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বারে।
আরও পড়ুন