Published : 17 Jun 2025, 04:39 PM
কেটলি প্রতীকের বদলে শাপলা বা দোয়েল পাখি বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে নাগরিক ঐক্য।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ আবেদন জমা দিয়েছে নাগরিক ঐক্য।
দলের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত আবেদনপত্রটি জমা দেন নারী ঐক্যের সদস্য সচিব ফেরদৌসী আক্তার ও দলের দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ।
নাগরিক ঐক্যের এই দুই সদস্যের প্রতিনিধি নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র জমা দেন বলে জানিয়েছেন সচিবের একান্ত সচিব মোখলেছুর রহমান।
নারী ঐক্যের ফেরদৌসী সাংবাদিকদের সাংবাদিকদের বলেন, “নাগরিক ঐক্য দলীয় পছন্দ অনুযায়ী প্রতীক পায়নি। নির্বাচন কমিশন আমাদের ‘কেটলি’ প্রতীক দিয়েছে। আমরা দলীয় পছন্দ অনুযায়ী শাপলা বা দোয়েল পাখি প্রতীক চেয়ে আবেদন করেছি।”
জানতে চাইলে মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুটি তো জাতীয় প্রতীক। সচিব মহোদয় তাদের অন্য প্রতীক চেয়ে নতুন করে আবেদনের পরামর্শ দিয়েছেন।”
অন্য প্রতীক চেয়ে আবেদনের পরামর্শ
নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক মহিদ সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশন সচিবের কাছে আবেদন জমা দিয়েছি। শাপলা ও দোয়েল জাতীয় প্রতীক হওয়ায় এই দুটি প্রতীক দলকে বরাদ্দ দেওয়া যাবে না বলেছেন।
তবে নতুন প্রতীক বিধিমালায় যুক্ত হওয়ার পর অন্য কোনো প্রতীক চেয়ে আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।”
আগামীতে নতুন করে নাগরিক ঐক্য আবেদন করবে বলে জানান দপ্তর সম্পাদক।
গত বছর ২ সেপ্টেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যকে নিবন্ধন ও প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-১৯৭২ অনুযায়ী নাগরিক ঐক্যকে বাংলাদেশের নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। তাদের নিবন্ধন নম্বর ৫২ এবং দলটির প্রতীক হিসেবে দেওয়া হয়েছে ‘কেটলি’।
২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। নিবন্ধনের জন্য দুই দফায় আবেদন করার পরও নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধন দেয়নি।
২০২৪ সালে আদালতের আদেশে নিবন্ধন পায় নাগরিক ঐক্য।
এদিকে নিবন্ধনের প্রস্তুতি গুছিয়ে আনা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পছন্দের প্রতীকের সংক্ষিপ্ত তালিকায়ও শাপলা রাখা হয়েছে। দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলেছেন, তাদের তালিকায় মুষ্টিবদ্ধ হাত, দোয়াত-কলম, ল্যাপটপসহ আরও কয়েকটি বিষয় রাখা হয়েছে।
পুরনো খবর:
এনসিপির নিবন্ধন প্রস্তুতি: প্রতীকের তালিকায় মুষ্টিবদ্ধ হাত, শাপলা