Published : 28 May 2025, 12:10 AM
রাজধানীর মোহাম্মদপুর এলাকার ’সন্ত্রাসী’ ফরিদ আহমেদ বাবু ওরফে ‘এক্সেল বাবু‘সহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার বিকালে বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করার তথ্য দিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর গ্রেপ্তার চারজনের মধ্যে এক্সেল বাবুর (৫৬) নাম জানালেও বাকিদের নাম ও পরিচয় দেয়নি।
এতে বলা হয়, রাজধানীর অপরাধ জগতে ’এক্সেল বাবু’ হিসেবে পরিচিত ফরিদ আহমেদ বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে ১৫টিরও অধিক মামলা রয়েছে।
মোহাম্মদপুরের বেড়িবাঁধসহ আশেপাশের এলাকায় এক্সেল বাবুর একাধিক ‘কিশোর গ্যাং’ রয়েছে।
এগুলোর মধ্যে 'টিন এজ টর্নেডো', 'ডার্ক স্ট্রাইকার্স', 'রেড ভলক্যানো' ও 'কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার' বেশ পরিচিত। এক্সেল বাবু এসব কিশোর গ্যাং গ্রুপের ‘গডফাদার’ বলে আইএসপিআরের ভাষ্য।