Published : 08 Jun 2025, 02:42 PM
মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস বহন নিষেধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে রোববার সকাল থেকে মেট্রোরেল চালুর তথ্য দিয়ে মাংস-চামড়া বহনে বিরত থাকতে বলেছে।
কোরবানির ঈদের দিন বন্ধ থাকার পর রোববার সকাল সাড়ে ৮টা থেকে চালু হয়েছে মেট্রোরেল।
ডিএমটিসিএল বলেছে, “প্রতিটি স্টেশনের প্রবেশপথে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। কোনো যাত্রীর কাছে কাঁচা কিংবা রান্না করা মাংস পাওয়া গেলে তাকে মেট্রো স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।”
একদিন ছুটির পর রোববার ৩০ মিনিট হেডওয়ে অনুযায়ী মেট্রোরেল চলাচল করছে। তবে সোমবার থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল যথারীতি চলাচল করবে।