Published : 16 Jun 2025, 11:52 PM
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক এবং তাদের স্বজনদের জরুরি যোগাযোগের জন্য হটলাইন চালু করেছে সরকার।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই হটলাইন চালুর কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকদের এবং বাংলাদেশে তাদের স্বজনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য তেহরানে বাংলাদেশ দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা হটলাইন স্থাপন করেছে।”
ইরানে বসবাসরত বাংলাদেশি এবং তাদের স্বজনদের জরুরি প্রয়োজনে দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এসব মোবাইল নম্বরে (হোয়াটসঅ্যাপ-সহ) যোগাযোগ করতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
তেহরানের বাংলাদেশ দূতাবাসের হটলাইন: +989908577368 এবং +989122065745, আর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হটলাইন: +8801712012847