Published : 15 May 2025, 10:18 PM
প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টসহ আরও কয়েকটি এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমাযেত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে আরেক দফা গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তির চার দিন আগে আরেকটি গণবিজ্ঞপ্তি দিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালায় ও আশপাশের এলাকায় এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এ ছাড়াও রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা অনুরোধ জানিয়েও আলাদা বিবৃতি এসেছে দুই দফা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাকরাইল মসজিদ মোড়ে বিক্ষোভ ও রাতভর অবস্থানের ঘটনায় সর্বশেষ এই গণবিজ্ঞপ্তি এল।
ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী, পুলিশ কমিশনার সাজ্জাত আলী প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান ফটক, মাজার ফটক, জামে মসজিদ ফটক, আন্তর্জাতিক অপরাধ ট্রাব্যুনাল ১ ও ২ এর প্রবেশ ফটক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউট ভবনের সামনের সড়ক এই নিষেজ্ঞাধার আওতায় থাকবে।
এছাড়া বিভিন্ন দাবি দাওয়া আদায়, প্রতিবাদ, কর্মসূচির নামে যখন তখন সড়ক অবরোধ করে যান চলাচল বিঘ্ন না করারও অনুরোধ জানান হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
গত বছর জুলাই-অগাস্ট আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘিরে বিভিন্ন সংগঠন আন্দোলনে নামলে পুলিশ দফায় দফায় এই গণবিজ্ঞপ্তি জারি করেছে।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৮ মে রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত যমুনার সামনে বিক্ষোভ, সমাবেশ এবং এর পর থেকে শাহবাগে টানা অবরোধ চলার মধ্যে শনিবার ডিএমপি গণবিজ্ঞপ্তি জারি করে।
সেখানে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
“বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যে কোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল।”
এছাড়া সোমবার ও তার আগে ২৩ এপ্রিল ডিএমপির তরফে পৃথক বিবৃতিতে দাবি-দাওয়া আদায়, প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ জানানো হয়।
পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যে সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি সামাল দিতে এর আগে গত ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
সে সময়ও বলা হয়েছিল– পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে সেটি তুলে নেওয়া হয়েছিল কিনা সে ব্যাপারে কোনো গণবিজ্ঞপ্তি আসেনি।
মার্চের ওই গণবিজ্ঞপ্তিতে ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড়, মিন্টো রোডকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছিল। এবারের গণবিজ্ঞপ্তিতে শাহবাগ মোড়কে এই তালিকায় রাখা হয়নি।