Published : 09 Oct 2024, 10:29 AM
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে সদ্য নিয়োগ পাওয়া ২৩ বিচারক শপথ নেবেন বুধবার।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন বলে আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান।
রাষ্ট্রপতির আদেশে মঙ্গলবার নতুন বিচারক নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। শপথের পর থেকে তারা বিচারক হিসেবে কার্যক্রম শুরু করবেন।
নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন– মো. গোলাম মর্তুজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।
বর্তমানে হাই কোর্ট বিভাগে ৭৮ জন বিচারক রয়েছেন; নতুন নিয়োগ পাওয়া ২৩ জনকে নিয়ে সেই সংখ্যা ১০১ জনে দাঁড়াল। আর আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ আছেন ছয়জন।