Published : 03 Jun 2025, 05:52 PM
চট্টগ্রামে ট্রলারের রশি ছিঁড়ে কর্ণফুলী নদীতে পড়ে দুই নৌ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সদরঘাট নৌ থানার ওসি নিজাম উদ্দিন জানিয়েছেন, সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ৪৫ বছর বয়সী আলতাফ হোসেন এবং ২৫ বছর বয়সী মো. নুর উদ্দিন, দুই জনই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে আলতাফ এফ ভি সী হার্ট-১ ট্রলারের সুকানি ও নুর উদ্দিন বাবুর্চির কাজ করতেন।
ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এফ ভি সী হার্ট ট্রলারটিকে একই মালিকের আরেকটি ট্রলার টেনে পানিতে নামাচ্ছিল। এসময় ট্রলারের রশি ছিড়ে যায় এবং আঘাতে দুই জনই ট্রলার থেকে পানিতে পড়ে যায়।“
সহকর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।