Published : 12 Sep 2024, 04:03 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও মোহাম্মদ আনোয়ার হোসেনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইউজিসি সদস্য হিসেবে তাদের নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে।
তারা আগের পদে সর্বশেষ যে বেতন ভাতা পেতেন, ইউজিসি সদস্য হিসেবেও তা পাবেন। এ নিয়োগ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
তাদের মধ্যে মোহাম্মদ তানজিমুদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। আর মোহাম্মদ আনোয়ার হোসেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতার পট পরিবর্তনের পর সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের মত ইউজিসিতেও পরিবর্তনের হাওয়া শুরু হয়। ১১ অগাস্ট অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক কাজী শহীদুল্লাহ।
এরপর গত ৫ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজকে ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয় অন্তর্বর্তী সরকার।
ইউজিসির পাঁচ সদস্যও ইতোমধ্যে পদত্যাগ করেছেন। দুজন নিয়োগ পাওয়ায় এখনও তিনটি পদ খালি থাকল।
পুরনো খবর